সর্বশেষ সাজেশন

এসএসসি ২০২৪ – বাংলা ১ম পত্র | মমতাদি

মমতাদি

২১. মমতাদি গলির ভেতর কত নম্বর বাড়িতে থাকে?

ক. ২৬ খ. ২৭

গ. ২৮ ঘ. ২৯

২২. মমতাদি বাড়ির কয় তলায় থাকে?

ক. চারতলায় খ. তিনতলায়

গ. দুইতলায় ঘ. একতলায়

২৩. ‘মমতাদি’ গল্পের লেখকের বাড়িতে কুটুমেরা কী কী এনেছিল?

ক. রসগোল্লা ও কালোজাম

খ. সন্দেশ ও রসগোল্লা

গ. রসগোল্লা ও সন্দেশ

ঘ. কাঁচাগোল্লা ও চমচম

২৪. মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?

ক. ভালোবাসায় খ. শ্রদ্ধায়

গ. কৃতজ্ঞতায় ঘ. অভিমানে

২৫. মা মমতাদিকে কখন থেকে কাজে আসতে বলেছিলেন?

ক. সকাল থেকে খ. দুপুর থেকে

গ. বিকেল থেকে ঘ. সন্ধ্যা থেকে

২৬. গল্পকথক মমতাদির সঙ্গে কী করতে ব্যস্ত হয়ে পড়েছিল?

ক. কথা বলতে খ. দেখা করতে

গ. ভাব করতে ঘ. খেলা করতে

২৭. ‘ভাবিস না, তোকে খুব ভালোবাসবে’—এ কথা বলার কারণ কী?

ক. মমতাদি ছেলেটিকে ভালোবাসবে

খ. ছেলেটির সব উৎকণ্ঠা দূর হবে

গ. ছেলেটি অসহায় হয়ে তাকাবে না

ঘ. ছেলেটির উপেক্ষার অপমান দূর হবে

সঠিক উত্তর

মমতাদি: ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সূত্র : প্রথমআলো

Error: Contact form not found.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *