সর্বশেষঃ লাইফ পার্টনারের যে গোপনীয়তা জানা উচিত
সর্বশেষঃ কেন শামীমকে জুতা পেটা করতে চেয়েছিলেন অভিনেত্রী?
সর্বশেষঃ দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সেরা সুযোগ ইন্দোনেশিয়ায়
সর্বশেষঃ ঈদের আগে শনিবার খোলা নিয়ে দ্বিধায় শিক্ষকরা
সর্বশেষঃ ৬০ বছর ধরে বন্ধ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
সর্বশেষঃ আরটিপি স্কলারশিপের আওতায় অস্ট্রেলিয়ায় বিনামূল্যে পড়ার সুযোগ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তা (ইউএমএস)। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ (আইপিএস)-এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৫।
স্কলারশিপ সময়কাল—
*স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ;
*স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ;
*ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার বরাদ্দ;
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করবে;
*জীবনযাত্রার ব্যয় (ভাতা) হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর দেবে;
*বই ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার আইডিআর প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;
*বিমানে যাতায়াতের টিকিট দেবে;
অধ্যয়নের বিষয়—
শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।
প্রয়োজনীয় নথিপত্র—
*প্রার্থীর ছবি;
*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;
*ভাষাদক্ষতার সার্টিফিকেট;
*বৈধ পাসপোর্ট;
*অ্যাকাডেমিক সুপারিশপত্র;
*মোটিভেশন লেটার;
*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;
*মেডিকেল রিপোর্ট;
আবেদনের যোগ্যতা—
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP