দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সেরা সুযোগ ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তা (ইউএমএস)। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ (আইপিএস)-এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৫।

স্কলারশিপ সময়কাল—

*স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ;

*স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ; 

*ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার বরাদ্দ;

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করবে;

*জীবনযাত্রার ব্যয় (ভাতা) হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর দেবে; 

*বই ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার আইডিআর প্রদান করবে; 

*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে; 

*বিমানে যাতায়াতের টিকিট দেবে; 

অধ্যয়নের বিষয়

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।

প্রয়োজনীয় নথিপত্র—

*প্রার্থীর ছবি;

*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*ভাষাদক্ষতার সার্টিফিকেট; 

*বৈধ পাসপোর্ট;

*অ্যাকাডেমিক সুপারিশপত্র;

*মোটিভেশন লেটার;

*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;

*মেডিকেল রিপোর্ট;

আবেদনের যোগ্যতা—

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।  

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP