নতুন রূপে, নতুন আঙ্গিকে সামনে এগিয়ে যাচ্ছে একাডেমিক ডায়েরি

November 23, 2024
By Sub Editor

একাডেমিক বিষয়ক সব খবরা-খবর যেন শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে পেতে পারে সেই ধারণা থেকেই '২২ সালের অক্টোবর মাসে তৈরী করা হয় একাডেমিক ডায়েরি। ডায়েরী তে যেমন শিক্ষার্থীদের সব পড়া, নোটিশ, এসাইনমেন্ট নোট করে রাখে। 'একাডেমিক ডায়েরি' তে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব খবর আমরা সংগ্রহ করে রাখতাম। পাশাপাশি খেলাধুলা,বিনোদন, হেলথ টিপস, লাইফস্টাইল, চাকরী, সাহিত্য এরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা কাজ করতাম যা শিক্ষার্থীদের মেধা, মননকে বিকশিত ও উৎফুল্ল করার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে 'একাডেমিক ডায়েরি' কে জনপ্রিয় করে তুলেছে।

একাডেমিক ডায়েরিকে শিক্ষার্থী ও পাঠকদের মাঝে আরো ছড়িয়ে দিতে এবং এর গুনগত মান বৃদ্ধি করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর বার্ষিক সভায় এই সংক্রান্ত কাজগুলোর অনুমোদন দেওয়া হয়।

একাডেমিক ডায়েরি অনলাইন ভিত্তিক হওয়ায় এর ওয়েবসাইটই পাঠকদের কাছে আমাদের পৌছে দেওয়ার প্রধান মাধ্যম। তাই পাঠকগন এবং এডিটর প্যানেলের মতামতের ভিত্তিতে আমরা আমাদের Academicdiary.news এই ওয়েবসাইটকে নতুন ভাবে সজ্জিত করেছি। পাঠকগণ ও শিক্ষার্থীরা যেন আরো স্বাচ্ছন্দ্য বোধ করে সে জন্য ওয়েবসাইটের বিভিন্ন আপডেটের কাজ প্রক্রিয়াধীন। এছাড়াও খবর গুলো যেন আরো বিস্তৃতভাবে মানুষের কাছে পৌছে দিতে পারি সেজন্য ইতোমধ্যে টেকনিক্যাল কাজ গুলো সম্পন্ন হয়েছে।

ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে সব খবর সবার কাছে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের প্রতিনিধি নিয়োগ চলছে। এবং এসব প্রতিনিধিদের খবর যাচাই বাছাই করে নির্ভুল ও তথ্যবহুল করে পাঠকদের কাছে তুলে ধরতে রয়েছে আমাদের নতুন -পুরাতনদের মিশেলে তৈরী এডিটর প্যানেল। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা দক্ষ ও অভিজ্ঞ এডিটরগণ পাঠকদের সঠিক খবর পৌছে দিতে কাজ করে যাচ্ছে।

এছাড়াও নিজস্ব সার্ভার স্থাপন,টেকনোলজিক্যাল সাপোর্ট সহ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আমরা একাডেমিক ডায়েরি'কে সম্পূর্ন নতুন রূপে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলছি, যাতে করে সব খবর, সবার আগে, সঠিক ভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি। যেন আমরা হয়ে উঠতে পারি শিক্ষার্থীদের একমাত্র ডায়েরি - একাডেমিক ডায়েরি। 

- এডিটর ডেস্ক

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP