লিডবার্গ এডুকেশনের উপদেষ্টা হলেন ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট ও মার্কেটিং মাইন্ড আসিফ আদনান

February 03, 2025
By Sub Editor

একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে দক্ষ নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা, এবং সময়োপযোগী পরিকল্পনার ওপর। সেই নীতি অনুসরণ করেই লিডবার্গ এডুকেশন সবসময় সেরা মানুষদের যুক্ত করেছে তার পথচলায়। তারই ধারাবাহিকতায় লিডবার্গ এডুকেশনের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম সেরা Brand Strategist ও Marketing Mind জনাব আসিফ আদনান

জনাব আসিফ আদনান একজন প্রজ্ঞাবান ও বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি দেশের একটি স্বনামধন্য এডভারটাইজিং ও মার্কেটিং এজেন্সি 'Switch X' এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ইতোমধ্যেই তার এজেন্সী বিভিন্ন মার্কেটিং কৌশল ও সৃজনশীল বিজ্ঞাপনের মাধ্যমে অনেক প্রতিষ্ঠানকে তাদের ব্র্যান্ড আইডেন্টিটি তৈরীতে সহায়তা করেছেন। এছাড়াও রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এগ্রো-ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন খাতে রয়েছে তার প্রচুর হাতে-কলমে কাজের অভিজ্ঞতা। 

 

লিডবার্গ এডুকেশনের উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে জনাব আসিফ আদনান বলেন, 'প্রথমেই ধন্যবাদ জানাতে চাই লিডবার্গ এডুকেশন'কে তাদের উপদেষ্টা হিসেবে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। লিডবার্গ এডুকেশন বর্তমানে দেশের উচ্চশিক্ষা বিষয়ক সেরা সেবা দান কারী প্রতিষ্ঠান। ইতিমধ্যেই তারা শিক্ষার্থীদের কাছে একটি বিশ্বাস ও ভরসার প্রতীক হয়ে উঠেছে। আমি চাই, আমার কাজ ও পরামর্শের মাধ্যমে যেন তারা আরো বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌছে যেতে পারে এবং শিক্ষার্থীদের আস্থা ও ভরসাযোগ্য ব্র্যান্ড হিসেবে অধিষ্ঠিত হতে পারে।'


লিডবার্গ এডুকেশনের সিইও জনাব রাকিব হাসান এই প্রসঙ্গে বলেন, "আসিফ আদনানের মতো একজন ডায়নামিক ব্যক্তিত্বকে লিডবার্গ এডুকেশনের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা খুবই সৌভাগ্যবান বোধ করছি। তার ইতিবাচক মানসিকতা এবং উদ্ভাবনী চিন্তাধারা লিডবার্গ এডুকেশনের বৃদ্ধিকে আরো তরান্বিত করবে। যার ফল আমরা শিক্ষার্থীদেরকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে দিতে চাই।"

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP