৩৬ লাখ শিক্ষার্থীদের ভিসা দিবে কানাডা


উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে কানাডা। বর্তমানে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন দেশে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকের পছন্দের গন্তব্য কানাডা। নানা সুযোগ-সুবিধার কারণেই অনেকে যেতে চান দেশটিতে। কারণ সেখানে উচ্চশিক্ষা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে।

কানাডার উচ্চশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের কথা মাথায় রেখে কানাডার ফেডারেল সরকার গত ২২ জানুয়ারি ঘোষনা করেন যে ২০২৪ সালে তারা ৩৬ লক্ষ শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসা দিবে যার মাধ্যমে তারা কানাডায় পড়াশুনার সুযোগ পাবে।

কানাডায় একজন শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রীর উপর পড়াশুনা করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের ফুলটাইম অথবা পার্টটাইম পড়াশোনার সুযোগ রয়েছে। শিক্ষার পাশাপাশি এখানকার বিশ্ববিদ্যালয়গুলোয় কো-অপারেটিভ এডুকেশন, ডিস্ট্যান্ট লার্নিং, কন্টিনিউয়িং এডুকেশন ইত্যাদি কোর্স রয়েছে।

কো-অপ এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্ধারিত কোনো কর্মক্ষেত্রে কিছুদিনের জন্য কাজ করে অর্থ উপার্জন করা যায়। এই পদ্ধতির সুবিধা হলো ডিগ্রির পাশাপাশি কাজের অভিজ্ঞতাও হয়ে যায়।

কানাডায় পড়াশোনার পাশাপাশি কাজ করার পর্যাপ্ত সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে কাজ করার জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে। তবে কানাডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কাজের সুযোগ আছে। সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের প্রয়োজন পড়ে না। সুযোগ অনুযায়ী কাজ করতে পারলে এখানে থাকা-খাওয়া, পড়াশোনার খরচ মিটিয়ে আপনি বাড়িতেও টাকা পাঠাতে পারবেন

কানাডার উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে লিডবার্গ এডুকেশন।এই প্রতিষ্ঠানে রয়েছে কানাডার ইমিগ্রেশন ‘ল এর উপর ডিগ্রীপ্রাপ্ত কনসালট্যান্ট। তাই কানাডার উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন করত মেসেজ দিন এখানে- https://www.facebook.com/leadburgedu

এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন-

www.leadbugedu.com
Call: 01322910396

Share:

Related News

BACK TO TOP