ইন্টারনেট ছাড়াই চলবে চ্যাটিং অ্যাপ বিটচ্যাট

ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চিন্তা করা যায় না। ইন্টারনেট সংযোগ থাকা মানে পুরো বিশ্ব হাতের মুঠোয়। তবে ইন্টারনেট ছাড়া বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপই ব্যবহার করা যায় না। ইন্টারনেট সংযোগ ছাড়া চ্যাট করা বা বার্তা আদান-প্রদান করার সুযোগ মেলে না বেশিরভাগ অ্যাপেই।

তবে এবার আসছে ভিন্নতর প্ল্যাটফর্ম। মেসেজ পাঠাতে মোটেই লাগবে না ইন্টারনেট। টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই বাজারে আসছে বিটচ্যাট। ইন্টারনেট নয়, ব্লুটুথ ব্যবহার করেই এখানে পাঠানো যাবে মেসেজ। তবে মেসেজ প্রাপককে থাকতে হবে প্রেরকের ৩০০ মিটারের মধ্যে। টরেন্ট যেভাবে দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদান করে সেভাবেই বিটচ্যাট ডাটা লেনদেন করবে।

কীভাবে কাজ করবে এই বিটচ্যাট?

জানা যাচ্ছে স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। যতক্ষণ সেই ইউজার ‘অ্যাভলেবল’ থাকবেন ততক্ষণ মেসেজটি সেখানে স্টোর থাকবে। আর এক্ষেত্রে মেসেজ চালাচালি করতে কোনো ইন্টারনেট সংযোগ থাকার দরকারই নেই। পাশাপাশি এক্ষেত্রে মেসেজ থাকবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’। আর মেসেজ পাঠাতে কোনো ফোন নম্বর কিংবা ই-মেইল অ্যাড্রেস, কিছুই লাগবে না।

হোয়াটসঅ্যাপের দৌরাত্ম্যের মাঝে বিটচ্যাট চেষ্টা করছে মেসেজিংয়ের এক নতুন দিগন্ত খোঁজার- স্থানীয়, অজ্ঞাত ও ইন্টারনেটবিহীন বার্তা বিনিময়। মূলত এই মুহূর্তে পৃথিবীতে ডিজিটাল প্রাইভেসি নিয়ে নানা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। নানাভাবে হ্যাকারদের দাপট কিংবা আরও নানা ফ্যাক্টর রয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা বিনিময়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP