সর্বশেষঃ ৫ আগস্ট চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে :বাঁধন
সর্বশেষঃ বুক চিরে দেখাত পারতাম কতো ভালোবাসা আছে শুভশ্রীকে দেব
সর্বশেষঃ গাজা সম্পূর্ণ ভাবে দখলের পরিকল্পনা নেতানিয়াহুর
সর্বশেষঃ রাতে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
সর্বশেষঃ গ্যাস বেলুন বিস্ফোরণে মানিক মিয়া এভিনিউতে আহত ৬
সর্বশেষঃ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।
ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। বিশেষ করে যারা অপ্রাপ্তবয়স্ক বা নাবালক তাদের নিরাপত্তায় ইনস্টাগ্রাম সব সময় নজর রাখছে। নানান ফিচার এবং কঠোর পদক্ষেপও নেয় মাঝে মাঝে। এবারও তাই করলো।
এখন শিশু থেকে কিশোর সব বয়সিদের হাতেই স্মার্টফোন। ফলে সোশ্যাল মিডিয়ায় তাদের পদচারণা রুখে দেওয়া খুবই কঠিন কাজ বাবা-মায়ের জন্য। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই প্ল্যাটফর্মে মগ্ন হয়ে গেলে শুধু লেখাপড়ার ক্ষতি নয়, বিপদে পড়ার আশঙ্কাও থাকে প্রবল। সে কথা মাথায় রেখে আগেই টিনেজারদের জন্য অ্যাকাউন্টে বিশেষ ব্যবস্থা এনেছিল ইনস্টাগ্রাম। এবার আরও আটসাঁট করা হচ্ছে নিরাপত্তা।
যদি ব্যবহারকারীর বয়স ১৮-এর কম হয়, সেক্ষেত্রে তার বন্ধুর তালিকায় না থাকা কেউ মেসেজ (ডিরেক্ট মেসেজ-ডিএম) করতে পারবে না। বা ধরুন আপনি প্রাপ্তবয়স্ক, কিন্তু যাকে মেসেজ করবেন সে টিনেজার হলেও আপনি মেসেজ পাঠাতে পারবেন না।
অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ফলো করছে, ততক্ষণ পর্যন্ত মেসেজ পাঠানো যাবে না। এখানেই শেষ নয়। কিশোর-কিশোরীদের প্রোফাইলের প্রাইভেসি পলিসিতেও বদল আনা হচ্ছে। কে ট্যাগ করতে পারবে, কারা মেনশন করতে পারবে, সেসব নিয়মও আরও কড়া হচ্ছে বলেই সংস্থা সূত্রে খবর।
এমনিতেই কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজরদারি চালাতে পারেন অভিভাবকরা। তারা ছেলে-মেয়ের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারেন। সন্তানরা কার সঙ্গে কথা বলছে। তা দেখতে পান। যদিও কী কথা হয়েছে, তা দেখা যায় না।
সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, তাও ঠিক করতে পারেন বাবা-মায়েরা। অভিভাবকরা চাইলেই নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারেন সন্তানের ইনস্টাগ্রাম।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP