আপনার অগোচরে মোবাইল থেকে ছবি চুরি করছে যে অ্যাপ

তথ্য প্রযুক্তির বিপ্লবের এই সময়ে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে স্মার্টফোনের ভূমিকা অতুলনীয়। বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, সবই এখন হাতের মুঠোয়। বিভিন্ন কাজের জন্য আমরা অসংখ্য অ্যাপ ইন্সটল করে থাকি।  কিন্তু কখনো ভেবে দেখেছেন, এসব অ্যাপের মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি চুরি হচ্ছে। 

এবার শোনা যাচ্ছে এক নতুন ম্যালওয়ারের নাম। ‘স্পার্ককিট্টি’ নামের একটি অ্যাপ। এই ম্যালওয়ার লুকিয়ে ছবি হাতিয়ে নিতে পারে। সে আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস, যাই থাকুক না কেন। আসলে এই অ্যাপ এক ছদ্মবেশী অ্যাপ। সাধারণ ভাবে দেখলে মনে হবে ক্রিপ্টোকারেন্সির অ্যাপ। ডাউনলোড করে ফেললেই সর্বনাশ। ফটো গ্যালারিতে থাকা সব ছবি অ্যাপটি চুরি করে নেবে। অ্যাপটি আপনি এরই মধ্যে যদি ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত ডিলিট করুন।

যেভাবে বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে?

অস্বাভাবিক হারে ব্যাটারির শক্তি কমে গেলে সতর্ক হোন। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে সেটিংসে চলে যান। তারপর প্রাইভেসি। এবার পারমিশন ম্যানেজার। আইফোনের ক্ষেত্রে সেটিং থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন।

 

এছাড়াও অনেক সময়ই রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলোর। দেখুন ওয়্যারশার্কের মতো কোনো মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি না। আপনার ওয়াই ফাইয়ের রাউটারে কোনো অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কি না সেটাও দেখে নিন। এসব লক্ষণই বলে দেবে আপনার স্মার্টফোনে কেউ বা কোনো অ্যাপ নজরদারি চালাচ্ছে কি না।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP