সর্বশেষঃ আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পরলেন এনজো ফার্নান্দেজ
সর্বশেষঃ শীর্ষ সুন্দরীদের তালিকায় ৩য় কেই দিলরুবা দিলমুরাত
সর্বশেষঃ আমির খানের অবৈধ সন্তান আছে, অভিযোগ ভাই ফয়সালের
সর্বশেষঃ মাত্র ২০ হাজার টাকায় আল্টিমেট ডিউরেবল মোবাইল অপ্পো এ৫
সর্বশেষঃ যেসব শর্তে চাকুরীজীবি পুরুষদের দেওয়া যেতে পারে পিতৃত্বকালীন ছুটি
বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট আমির খানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গুরুতর অভিযোগ করে যাচ্ছেন তারই ছোট ভাই অভিনেতা ফয়সাল খান। সোমবার (১৮ আগস্ট) মুম্বাইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনেতা দাবি করেছেন—“আমির খানের অবৈধ সন্তান রয়েছে।”
ফয়সাল খান বলেন, “আমি যখন আমার পরিবারের উপর ক্ষুব্ধ, তখন একটি চিঠি লিখেছিলাম। পরিবার আমাকে বিয়ে করতে বলত; এটা নিয়ে অনেক চাপ ছিল। আমি একটি চিঠি লিখেছিলাম, সেই চিঠিতে পরিবারের প্রত্যেক সদস্যকে লিখেছিলাম, ‘তোমরা কারা?”
আমির খানের অবৈধ সন্তান প্রসঙ্গে ফয়সাল খান বলেন, “আমার বোন নিখাত তিনবার বিয়ে করেছে। আমির বিয়ে করেছিল, রিনার সঙ্গে তার বিচ্ছেদও হয়েছে। তারপর জেসিকা হাইনসের সঙ্গে আমির সম্পর্কে জড়ায়, এ সম্পর্কে তার একটি অবৈধ সন্তানও আছে। আমি সবকিছু চিঠিতে লিখেছিলাম। আমির তখন কিরণের সঙ্গে থাকত।”
আমির খানের পরিবারের সবাই ফয়সালকে ‘পাগল’ বলেন। এর কারণ ব্যাখ্যা করে ফয়সাল খান বলেন, “আমার মা দুইবার বিয়ে করেছেন, আমার বোনও (কাজিন সিস্টার) দুইবার বিয়ে করেছিল। সুতরাং আমি বলছিলাম, ‘তোমরা আমাকে শাস্তি দিচ্ছ কেন?’ আমি তাদের অনেক কিছু বলেছিলাম, রাগের মাথায় কিছুটা গালাগালিও করেছিলাম, ফলে তারা অপমানবোধ করেছিল। কারণ সত্যিটা অনেক তেতো। এ জন্য তারা আমার উপর চাপ সৃষ্টি করছিল এবং বলছিল, ‘ও পাগল হয়ে গেছে। ওকে পাগল ঘোষণা করো।’ এ সবকিছুই হয়েছে পারিবারিক রাজনীতির কারণে।”
আমির খানের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে এ নিয়ে টুঁ-শব্দও করেননি আমির খান।
মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP