সর্বশেষঃ আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পরলেন এনজো ফার্নান্দেজ
সর্বশেষঃ শীর্ষ সুন্দরীদের তালিকায় ৩য় কেই দিলরুবা দিলমুরাত
সর্বশেষঃ আমির খানের অবৈধ সন্তান আছে, অভিযোগ ভাই ফয়সালের
সর্বশেষঃ মাত্র ২০ হাজার টাকায় আল্টিমেট ডিউরেবল মোবাইল অপ্পো এ৫
সর্বশেষঃ যেসব শর্তে চাকুরীজীবি পুরুষদের দেওয়া যেতে পারে পিতৃত্বকালীন ছুটি
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো তারকা খেলোয়াড়েরা। তবে বিস্ময়করভাবে দলে নেই মিডফিল্ডের অন্যতম ভরসা এনজো ফার্নান্দেজ।
লাতিন আমেরিকার বাছাইপর্বে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার টিকিট। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে একেবারে শীর্ষে। শেষ দুই লড়াইয়ের প্রথমটিতে ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা, এরপর ১০ সেপ্টেম্বর খেলবে ইকুয়েডরের মাঠে।
এবারের দলে নতুন মুখও দেখা যাবে। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ অপেক্ষা করছেন অভিষেকের। পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বোর্নমাউথ ডিফেন্ডার জুলিও সোলার
তবে বাদ পড়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। গত বাছাইপর্বে খেলা এনজো ফার্নান্দেজ ছাড়াও দলে নেই ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। অন্যদিকে লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও তরুণ প্রতিভা ক্লাদিও এচেভেরি ফিরেছেন দলে।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার ও গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা ও অ্যালিক্সেস ম্যাক আলিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া ও হোসে ম্যানুয়েল লোপেজ।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP