সর্বশেষঃ যেকোন চাকরীর ভাইবাতে উত্তীর্ণ হতে হলে করতে হবে যে ৭টি কাজ
সর্বশেষঃ বৃষ্টির দিনে র্যাশ চুলকানি থেকে মুক্তি পাবেন যেভাবে
সর্বশেষঃ দেখে নিন Pixel 10 এর স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ
সর্বশেষঃ কবে বিয়ে করতে চান জানালেন দীঘি
সর্বশেষঃ বিয়ের অনুষ্ঠানে শাকিব-পরীমনি একসাথে, কী বলছে নেটিজেনরা
সর্বশেষঃ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি ট্রাম্পের
গত বেশ কয়েক মাস ধরে Google তাদের আপকামিং সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। অবশেষে গুগল তাদের বার্ষিক Made by Google 2025 হার্ডওয়্যার ইভেন্টের অফিসিয়াল লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। আগামী 20 আগস্ট নিউওয়ার্ক সিটিতে এই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে Google Pixel 10 সিরিজের স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইস লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Made by Google 2025 ইভেন্টের এবং Google Pixel 10 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
2025 সালে 20 আগস্ট দুপুর 1টা (ET) এই হার্ডওয়্যার ইভেন্ট শুরু হবে। বিশ্বের সমস্ত জায়গার ইউজাররা গুগলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইভেন্ট লাইভ দেখতে পারবেন।
এই ইভেন্টের মঞ্চ থেকে Google Pixel 10 সিরিজের অধীনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold ফোনগুলি লঞ্চ করা হতে পারে।
এছাড়া গুগল তাদের Pixel Watch 4 স্মার্টওয়াচ লঞ্চ করবে এবং এই স্মার্টওয়াচটি দুটি আলাদা আলাদা সাইজে পেশ করা হবে। এই স্মার্টওয়াচে দারুণ ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
একইসঙ্গে গুগল তাদের বাজেট ইউজারদের জন্য Pixel Buds 2a ইয়ারবাড লঞ্চ করতে পারে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে একটি নতুন ম্যাগনেটিক চার্জিং সিস্টেম দেখানো হবে। এটি Pixelsnap নামে পেশ করা হতে পারে।
Google Pixel 10 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে
Pixel 10 Pro ফোনটিতে 6.3 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে (2856×1280), Pixel 10 Pro XL ফোনটিতে 6.8 ইঞ্চির ডিসপ্লে (2992×1344) থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় ফোনে 1Hz–120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
চিপসেট
Pixel 10 সিরিজের ফোনগুলিতে Google এর নতুন Tensor G5 প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট TSMC এর 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। তবে সমস্ত মডেলে 12GB RAM দেওয়া হতে পারে।
ক্যামেরা
এবার আপকামিং সিরিজের ক্যামেরা সেটআপে পরিবর্তন করা হতে পারে। এই সেটআপে 50MP Samsung GN8 প্রাইমারি ক্যামেরা, 13MP Sony IMX712 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 11MP জুম লেন্স দেওয়া হতে পারে।
এই প্রথম ভ্যানিলা Pixel 10 মডেলে দেওয়া হতে পারে। অন্যদিকে Pro এবং XL মডেলের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি, 48MP আল্ট্রা ওয়াইড এবং 48MP পেরিস্কোপ লেন্স (5x জুম) ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি
Pixel 10 Pro ফোনটিতে 29W চার্জিং সাপোর্টেড 4,870mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে Pixel 10 Pro XL ফোনটিতে 39W চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি যোগ করা হতে পারে। একইসঙ্গে সিরিজের সমস্ত মডেলে 15W Qi2 ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP