প্রেমিকাকে ১২২ কোটি টাকা দামের আংটি দিলেন রোনালদো, কি দিয়ে তৈরী এই আংটি

August 13, 2025
By Sub Editor

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বাগদানের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন জর্জিনা। পোস্টে নিজের হাতে থাকা বিশাল হীরার আংটির ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার সব জীবনে।' জর্জিনার হাতের আংটিটি ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, এই আংটির দাম কত হতে পারে

জর্জিনার হাতে থাকা আংটিতে রয়েছে বিশাল এক ওভাল আকৃতির হীরা, যা বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে। জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ডের মতে, ছবির মাধ্যমে সঠিক আকার নির্ধারণ কঠিন হলেও কেন্দ্রের পাথরটি নিশ্চিতভাবেই ১৫ ক্যারেটের বেশি।


এখন প্রশ্ন হচ্ছে, এই আংটিটির মূল্য কত? বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ও লাইফস্টাইল প্রকাশনা ‘এল’ এই প্রশ্নের উত্তর জেনেছে। সেই বিশেষজ্ঞের মতে, জর্জিনার হাতে শোভা পাওয়া এই আংটির দাম ১ কোটি ডলারের বেশি হতে পারে। বাংলাদেশি অর্থে যা প্রায় ১২১ কোটি ৮২ লাখ টাকা।  

৪০ বছর বয়সি রোনালদো আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।


২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম দেখা হয় তার সঙ্গে রোনালদোর। সেখান থেকে শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP