গ্যাস বেলুন বিস্ফোরণে মানিক মিয়া এভিনিউতে আহত ৬

August 05, 2025
By Sub Editor

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। আয়োজকদের দাবি, গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের প্রস্তুতিকালে ছিলেন এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকীভাবে হেলিকপ্টার বেলুনটি উড়ানো হয়। গ্যাসভর্তি বেলুনটি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তারা তাৎক্ষণিকভাবে এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।

 

 

ঘটনার পর আহতদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানকার আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের কারো অবস্থা গুরুতর নয়। 

 

 

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP