সর্বশেষঃ Macbook Pro তে আসছে OLED ডিসপ্লে ও টাচস্ক্রীন
সর্বশেষঃ ঢাকা থেকেই আবেদন করা যাবে নেদারল্যান্ডসের শেনজেন ভিসা
সর্বশেষঃ উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে লিডবার্গ এডুকেশনের সফরে মি. লি ওয়েনহাও
সর্বশেষঃ মেয়েদের জন্য পুকুরে গোছল-কাপড় ধোয়া নিষিদ্ধ করলো তালেবান
সর্বশেষঃ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ,২০ বছরে পাসের হার সর্বনিম্ন
সর্বশেষঃ ইলেকট্রিক গাড়িতে আগুন, দরজা না খোলায় ভিতরে চালকের মৃত্যু
কারিগরি শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচি শিক্ষকদের অনুরোধে সাময়িকভাবে শিথিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ফলে বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টা থেকে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা খুলে ক্লাস কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার (৭ মে) আইডিইবির উদ্যোগে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। পরে শিক্ষক এই আহ্বান ও শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা সপ্তাহে শিক্ষক সমাজের আন্তরিকতা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন—দীর্ঘদিন ধরে দাবি করা ৬ দফা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও জোরালোভাবে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষা সপ্তাহে আন্তরিক উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সিদ্ধান্ত মোতাবেক শাটডাউন কর্মসূচি শিথিল করা হয়েছে। তাই ৮ মে থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্লাস কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৬ দফা দাবিতে সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন কৌশলগতভাবে সাময়িক বিরতি নিচ্ছে, তবে দাবি পূরণ না হলে ‘ছয় দফা না হয় মৃত্যু’ স্লোগান নিয়ে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মূল বিষয়গুলো হচ্ছে —
১. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ।
২. ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক ও সুনির্দিষ্ট সময় নির্ধারণ।
৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরিতে আলাদা কোটা।
৪. শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততার নিশ্চয়তা।
৫. বৃত্তি ও আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি।
৬. আইডিইবিকে সরকারি স্বীকৃতি প্রদান।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP