সর্বশেষঃ Macbook Pro তে আসছে OLED ডিসপ্লে ও টাচস্ক্রীন
সর্বশেষঃ ঢাকা থেকেই আবেদন করা যাবে নেদারল্যান্ডসের শেনজেন ভিসা
সর্বশেষঃ উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে লিডবার্গ এডুকেশনের সফরে মি. লি ওয়েনহাও
সর্বশেষঃ মেয়েদের জন্য পুকুরে গোছল-কাপড় ধোয়া নিষিদ্ধ করলো তালেবান
সর্বশেষঃ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ,২০ বছরে পাসের হার সর্বনিম্ন
সর্বশেষঃ ইলেকট্রিক গাড়িতে আগুন, দরজা না খোলায় ভিতরে চালকের মৃত্যু
এপেল ২০২৬ সালে তার MacBook Pro লাইনআপে বড় পরিবর্তন আনছে। কোম্পানির M6 চিপসেট সমৃদ্ধ প্রো মডেলগুলোতে প্রথমবারের মতো OLED ডিসপ্লে ও টাচস্ক্রিন সুবিধা যুক্ত হবে। ব্লুমবার্গের মার্ক গারম্যানের প্রতিবেদন অনুযায়ী, এই আপগ্রেডেড মডেলগুলো ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে বাজারে আসবে।
বর্তমান ম্যাকবুকের নট্চ অপসারণ করে পাঞ্চ-হোল ক্যামেরা ডিজাইন চালু হতে যাচ্ছে। এপেলের এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা বয়ে আনবে। টাচস্ক্রিন সংযোজনের সাথে সাথে হিঞ্জ ডিজাইনকেও আরও শক্তিশালী করা হচ্ছে।
OLED ডিসপ্লে প্রয়োগের মাধ্যমে এপেল ব্যাটারি লাইফ ও ইমেজ কোয়ালিটিতে উল্লেখযোগ্য উন্নতি আনবে। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, TSMC-র 2nm প্রযুক্তিতে তৈরি হবে M6 চিপ। এটি হবে এপেল সিলিকনের জন্য সবচেয়ে অ্যাডভান্সড প্রোডাকশন প্রসেস।
টাচস্ক্রিন সংযোজনের ক্ষেত্রে এপেল বিশেষ সতর্কতা অবলম্বন করছে। উইন্ডোজ ল্যাপটপের মতো স্ক্রিন ওয়াবলিং এড়াতে হিঞ্জ ডিজাইনকে রিইনফোর্স করা হবে। ব্যবহারকারীরা স্থিতিশীল টাচ অভিজ্ঞতা পাবেন।
সমস্ত M6 MacBook Pro মডেলে OLED ও টাচস্ক্রিন সুবিধা থাকবে না। macOS Tahoe-তে পাওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র K116 আইডেন্টিফায়ার সমৃদ্ধ মডেলগুলোই এই প্রিমিয়াম ফিচার পাবে। বেস 14-ইঞ্চি মডেলে J804 আইডেন্টিফায়ার থাকবে এবং সেটি শুধুমাত্র চিপসেট আপগ্রেড পর্যন্ত সীমিত থাকবে।
এই স্ট্র্যাটেজি মূলত বিভিন্ন বাজেটের ব্যবহারকারীর কথা বিবেচনা করে নেওয়া হয়েছে। এপেল চায় বিভিন্ন প্রাইস পয়েন্টে পণ্য উপস্থাপন করতে। তবে প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ মডেলগুলোর দাম значительно বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP