বাংলাদেশের হারের দায় ব্যাটারদের দিলেন মিরাজ

December 11, 2024
By Md. Rakib Hasan

টানা দুই ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১০ বছর পর ক্যারিবীয়দের কাছে সিরিজ হারল তারা।

 
 

দ্বিতীয়টিতে হারের দায় নিজ দলের ব্যাটারদের কাঁধেই চাপিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

 

সেন্ট কিটসে গতকাল ব্যাট করে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৭ ওভারের মধ্যেই ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাটিংয়ে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম ৩৩ বলে ৪৬ রান করলেও টপ ও মিডল অর্ডার ব্যর্থ হলে ১১৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।  

এরপর অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিবের ৯২ রানে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। যা পরে অনায়াসেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে তাদের প্রথম তিন ব্যাটার বেশ সহজেই রান তুলেছেন। কোনো বাংলাদেশি বোলার সেভাবে বিপদের কারণ হতে পারেননি।  

ম্যাচ শেষে দলের ব্যাটারদের কাঠগড়ায় তুলে মিরাজ বলেন, ‘মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং হয়নি। কোনো জুটি গড়ে উঠেনি। একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে, তবে আমরা নিজেরাই ভুল করেছি। ’

শুরুতে অল্প রানেই অনেক উইকেট হারালেও সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল বলে মনে করেন মিরাজ, ‘সিলস ও বাকিরা খুব ভালো বল করেছে, আমরা শুরুতে রান পাইনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। তবে স্কোর যথেষ্ট ছিল না। এই উইকেটে ৩০০ বা তার বেশি রান করা দরকার ছিল। ’

বৃহস্পতিবার সেন্ট কিটসেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।

সুত্রঃ বাংলা নিউজ ২৪ ডট কম

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP