ডিলিট ফর এভরিওয়ান মেসেজ দেখার উপায়

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।

তবে আপনি কি জানেন, ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে? মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ রয়ে যায়। অনেকেই জানেন না যে, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে আবার পড়া যায়।

বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই কাজটি করা সম্ভব, তবে সেগুলো ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন একটি পদ্ধতি রয়েছে, যাতে আপনি কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়তে পারবেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকিও থাকবে না।

এই পদ্ধতিটি শুধু অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে কার্যকর হবে। তাই প্রথমে দেখে নিন আপনার ফোনটি আপডেটেড কি না। এবার-

>> প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।
>> তারপর নোটিফিকেশনস অপশনে যান।
>> এরপর মোর সেটিংসে ক্লিক করতে হবে
>> সেখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশনটি চালু (অন) করে দিন।

একবার এটি চালু করলে, আপনি ফোনে আসা সব মেসেজের একটি হিস্টোরি দেখতে পারবেন, যার মধ্যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজও থাকবে। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিতে শুধু টেক্সট মেসেজই দেখা যাবে। ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না।

এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার ব্যবহার করে ডিলিট করা মেসেজও খুব সহজেই পড়তে পারবেন, তাও আবার কোনও অ্যাপ ছাড়াই।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP