আইফোন ১৭ এর পারফর্ম্যান্স দিয়েও স্যামসাংকে হারাতে পারলো না এ্যাপেল

ইউরোপীয় ইউনিয়নের নতুন শক্তি লেবেল অনুযায়ী, অ্যাপলের আইফোন ১৭ সিরিজের ব্যাটারি ১০০০ চার্জ সাইকেল পর্যন্ত টিকবে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে পাওয়া যাবে ২০০০ চার্জ সাইকেল। এটি অ্যাপলের চেয়ে দ্বিগুণ বেশি ব্যাটারি লাইফ সাইকেল নির্দেশ করে।

এই তথ্য ইউরোপে বিক্রি হওয়া স্মার্টফোনের জন্য বাধ্যতামূলক নতুন EU শক্তি লেবেল থেকে জানা গেছে। অ্যান্ড্রয়েড অথরিটি তাদের রিপোর্টে এই তুলনামূলক তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ব্যাটারির সক্ষমতা এখন ক্রেতাদের জন্য একটি বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে

ব্যাটারি দীর্ঘস্থায়ীত্বে স্যামসাংয়ের স্পষ্ট এগিয়ে থাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর ব্যাটারি ২০০০ পূর্ণ চার্জ সাইকেল পর্যন্ত স্থায়ী হয়। এরপরই এর ক্ষমতা ৮০% এর নিচে নেমে যায়। অ্যাপলের আইফোন ১৭, আইফোন এয়ার, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স – সব মডেলই ১০০০ চার্জ সাইকেল পর্যন্ত সমান সক্ষমতা প্রদর্শন করে।   

এই রেটিংটি গত বছরের আইফোন ১৬ সিরিজের মতোই রয়েছে। অর্থাৎ, অ্যাপল এই ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উন্নতি করতে পারেনি। অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্রেতাদের জন্য কি অর্থ দাঁড়ায়?

দীর্ঘদিন একই ফোন ব্যবহার করতে চাইলে ব্যাটারি সাইকেল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্যামসাংয়ের ফোনটি দ্বিগুণ সময় ধরে ভালো ব্যাটারি হেলথ বজায় রাখবে। এটি ব্যবহারকারীর জন্য দীর্ঘমেয়াদে বেশি সুবিধা দিতে পারে।

অ্যাপল তাদের কনজারভেটিভ রেটিং দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। অথবা, স্যামসাং নতুন ব্যাটারি প্রযুক্তিতে বেশি বিনিয়োগ করছে। যেভাবেই হোক, ইউরোপিয়ান ইউনিয়নের এই স্পষ্ট লেবেল এখন ক্রেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় রেফারেন্স।

সবশেষে বলা যায়, ইউরোপের নতুন নিয়মে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাটারির দীর্ঘস্থায়ীত্বের লড়াইয়ে স্যামসাং এখনও অ্যাপলের চেয়ে এগিয়ে রয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP