দীর্ঘদিন পর ক্যামেরা বন্দী হলেন চিত্রনায়িকা নিপুণ

October 25, 2025
By Sub Editor

শেখ হাসিনার দেশ ত্যাগের পর চলচ্চিত্র পরিবারের অনেকেই এক এক করে অন্তরালে চলে যান। কয়েকদিন আগে পলাতক চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে দেখা যাওয়ার পর এবার চিত্রনায়িকা নিপুণ আক্তার প্রকাশ্যে এলেন। শুক্রবার (২৪ অক্টোবর) চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হন নিপুণ। সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা যাচ্ছে নিপুণ অভিনেত্রী রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনময় করছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। এছাড়াও আদালতের স্থিতিদাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এ থেকে অনুমান করা যায় তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ।

তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর আগে চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP