By Sub Editor
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ২৪ অক্টোবর, এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিন জমকালো আয়োজনে উদযাপন করে থাকেন। তবে গতকাল রাতে ঘরোয়া আয়োজনে পুত্র পূণ্য ও কয়েকজনের সঙ্গে কেক কেটেছেন এই অভিনেত্রী।
এ মুহূর্তের বেশ কিছু ছবি পরীমণি তার ফেসবুকে শেয়ার করেছেন। তাতে উচ্ছ্বসিত পরীমণিকে দেখা যায়।
এসব ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে, বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সবকিছু নিয়েই আজকের এই জীবন।” লেখাটির শেষে পরীমণি নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
পরীমণির এ পোস্টে নেটিজেনদের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবরিনা ইয়াসমিন নিপু লেখেন, “দোয়া করি, আপনার আগামী দিনগুলা ভালো হোক। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। শুভ জন্মদিন।”
হাফিজা লেখেন, “ওয়াও, মনে হয় যেন সত্যিই পরী।” আরেকজন লেখেন, “মন থেকে দোয়া করি পরীর দুইটা বাচ্চা নিয়ে পরীর আলাদা একটা দুনিয়া হোক। সেখানে যেন আর কারো কুনজর না লাগে। তুমি পৃথিবীর বেস্ট মাদার হও।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি পরিচালনা করেন অনম বিশ্বাস।
পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। ‘গোলাপ’ সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP