সর্বশেষঃ ২৪ ঘন্টাই ভয়ে থাকি : সামিরা মাহি
সর্বশেষঃ নারীরা কেন পুরুষদের তুলনায় বেশি ঘুমায়
সর্বশেষঃ আইফোন ১৭ এর পারফর্ম্যান্স দিয়েও স্যামসাংকে হারাতে পারলো না এ্যাপেল
সর্বশেষঃ এশিয়া কাপে রাতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা, দেখে নিন একাদশ
সর্বশেষঃ নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে মানের দিকেই তার বেশি নজর।
মাহি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও বেশ সরব। সম্প্রতি ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টের শুরুতেই মাহি লিখেছেন, আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি… কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।
এরপর বর্তমান সমাজের চিত্র তুলে ধরে মাহি আরও লিখেছেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।
বর্তমানে মাহির যে বিষয়ে সবচেয়ে কষ্ট হয় সেটি উল্লেখ করে তিনি লিখেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়। আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।
সব শেষ দুটি প্রশ্ন রাখেন এই অভিনেত্রী। তিনি লিখেন, এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP