আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এখানে এমন অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে, যা শুধু পড়াশোনার খরচ মেটায় না, বরং সরকার প্রতি মাসে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। সরকারি-বেসরকারি এ ধরনের স্কলারশিপের মাধ্যমে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ ছাড়াও, সরকারও বিশেষ স্কলারশিপ প্রদান করে। এর মধ্যে অন্যতম হলো 'রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)' স্কলারশিপ, যা বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।
স্নাতকোত্তরের সর্বোচ্চ সময়সীমা ২ বছর এবং পিএইচডির মেয়াদ সর্বোচ্চ ৪ বছর। অস্ট্রেলিয়া সরকারের এডুকেশন, স্কিল ও এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এ স্কলারশিপের অর্থায়ন করে থাকে।
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে লিডবার্গ এডুকেশন।এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন করত মেসেজ দিন এখানে
এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP