তবে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ কিছুটা কমেছে। ২০২৪ সালে ৪২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি থাকলেও, ২০২৫ সালে তা কমে ৩৯টি দেশে নেমে এসেছে।
১. মালদ্বীপ
২. নেপাল
৩. ভুটান
৪. শ্রীলঙ্কা
৫. বাহামা দ্বীপপুঞ্জ
৬. বার্বাডোজ
৭. বলিভিয়া
৮. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
৯. বুরুন্ডি
১০. কম্বোডিয়া
১১. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ
১২. কমোরো দ্বীপপুঞ্জ
১৩. কুক দ্বীপপুঞ্জ
১৪. জিবুতি
১৫. ডোমিনিকা
১৬. ফিজি
১৭. গ্রেনাডা
১৮. গিনি-বিসাউ
১৯. হাইতি
২০. জ্যামাইকা
২১. কেনিয়া
২২. কিরিবাতি
২৩. মাদাগাস্কার
২৪. মাইক্রোনেশিয়া
২৫. মন্টসেরাত
২৬. মোজাম্বিক
২৭. নিউয়ে
২৮. রুয়ান্ডা
২৯. সামোয়া
৩০. সেশেলস
৩১. সিয়েরা লিওন
৩২. সোমালিয়া
৩৩. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
৩৪. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস
৩৫. গাম্বিয়া
৩৬. টিমর-লেস্টে
৩৭. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
৩৮. টুভালু
৩৯. ভানুয়াতু
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP