সর্বশেষঃ বাচ্চাদের টিকটক আইডি কন্ট্রোল করতে পারবেন অভিভাবকরা
সর্বশেষঃ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় করুন মাস্টার্স, পিএইচডি
সর্বশেষঃ পলিটেকনিকে আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন কর্মসূচী ঘোষণা
সর্বশেষঃ আজ অনুষ্ঠিত হচ্ছে রাবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে স্কলারশিপের নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব স্কলারশিপ নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপে রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’।
এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৫।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৮,৫০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ লাখ ৭৬ হাজার ৪৮৩ টাকা) দেবে;
*আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার দেবে;
*স্বাস্থ্য বিমা প্রদান করবে;
স্কলারশিপের সংখ্যা—
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*এই স্কলারশিপ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;
আবেদন প্রক্রিয়া—
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর যদি স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৫;
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP