গত কয়েক বছর ধরেই ব্যবসায়িকভাবে দক্ষিণী ভাষার সিনেমা বলিউডের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। এমনকি অন্যান্য আঞ্চলিক বেল্টেও দাপটের সঙ্গে ব্যবসা করছে দক্ষিণী সিনেমাগুলো। তবে সম্প্রতি বলিউড বাদশা শাহরুখের হুঙ্কারে পিছু হটল বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘সালার
জানা গেছে, বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের ‘সালার’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। তবে সেই সিনেমা মুক্তি পেছাচ্ছে। নির্মাতারা যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি। তবে সিনেমাপাড়ার খবর থেকে জানা যায়, উন্নতমানের ভিএফএক্সের জন্য নাকি ‘সালার’র মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।
আচমকাই রিলিজের আগে এই দক্ষিণী ছবির পিছু হঠাকে অন্যভাবে দেখছেন বলিউডের একাংশ। তাদের দাবি, শাহরুখের ‘জওয়ান’ যেহেতু ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে, সে ক্ষেত্রে মুক্তির কয়েক সপ্তাহ বাদেও এই সিনেমার উন্মাদনা অব্যাহত থাকবে। তাদের মতে লোকসানের ভয়েই ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত ‘সালার’ মুক্তি পেতে পারে ২০২৪ সালে।