বৃহস্পতিবার রাজধানীর একট পাঁচতারকা হোটেলে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। এ সময় অধিনায়কত্বের ইঙ্গিত দিয়ে লিটন জানান, তিনি শতভাগ দেওয়ার চেষ্টা করবেন
আমার কাছে মনে হয় এই জিনিসের (নেতৃত্ব) জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো’-এভাবে বলেছেন লিটন।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দেন লিটন। আছে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে গতকাল ঢাকায় ফেরেন লিটন। কানাডায় অবশ্য তার সময়টা ভালো যায়নি। গোটা আসরে সারে জাগুয়ার্সের হয়ে ৭ ইনিংসে তার রান ছিল কেবল ১৫২। গড় রান মাত্র ২১.৭১। আর স্ট্রাইক রেট ১০০.৬৬।