ঈদের আগে শনিবার খোলা নিয়ে দ্বিধায় শিক্ষকরা

May 08, 2025
By Sub Editor

এবার ঈদুল আজহায় টানা ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি দিয়ে ঈদের আগের দুটি শনিবার (সাপ্তাহিক ছুটি) অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ, দুটি সাপ্তাহিক ছুটির বদলে ১১ ও ১২ জুন ঈদের ছুটি দিয়েছে সরকার।

সরকারের এমন নির্বাহী আদেশের পর দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১৭ ও ২৪ মে দুটি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হবে। আর ১১ এবং ১২ জুন নির্বাহী আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঈদের ছুটি’ থাকবে।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, ১১ ও ১২ জুন এমনিতেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ওই সময়ে টানা ছুটি থাকবে। অর্থাৎ, ছুটির দুই দিনে ‘বন্ধ’ দিয়ে ঈদের আগের সাপ্তাহিক ছুটি বাতিল করে তালগোল পাকিয়ে ফেলেছে মন্ত্রণালয়।

ছুটির দিনে ‘নির্বাহী আদেশের ছুটি’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ১০ দিন ছুটি দিতে যে পন্থা সরকার অবলম্বন করেছে, তা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে কোনো ধরনের খোঁজ-খবর কিংবা যাচাই করা হয়নি। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানে এমনিতেই ১১ ও ১২ জুন ছুটি থাকবে। ফলে ছুটির দিনে ‘নির্বাহী আদেশের ছুটি’ শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রতিপালনের নির্দেশনা দিয়ে হাসির খোরাক যুগিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী—দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন। ২০ জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP