সাজেশন

নবম শ্রেণি – পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩

অধ্যায় ৩

৪১. গাড়ির বেগ বেশি হলে—

i. গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হবে

ii. দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি হবে

iii. দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ বেশি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়?

ক. মহাকর্ষ সূত্র

খ. নিউটনের প্রথম সূত্র

গ. নিউটনের দ্বিতীয় সূত্র

ঘ. নিউটনের তৃতীয় সূত্র

৪৩. প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দিয়ে গুণ করলে কোনটি পাওয়া যায়?

ক. ঘাত বল খ. ত্বরণ

গ. সুষম বেগ ঘ. বলের ঘাত

৪৪. কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্ত কী?

ক. ত্বরণ নির্দিষ্ট থাকা

খ. বল প্রয়োগ করা

গ. গতিশীল বস্তুকে স্থির করা

ঘ. ত্বরণ না থাকা

৪৫. বলের মাত্রাকে ভরবেগের মাত্রা দিয়ে ভাগ করলে কোনটির মাত্রা পাওয়া যাবে?

ক. কম্পাঙ্ক খ. সময়

গ. দূরত্ব ঘ. পর্যায়কাল

৪৬. কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন নিচের কোনটির সমান?

ক. ঘর্ষণ বল খ. প্রতিক্রিয়া বল

গ. ঘাত বল ঘ. বলের ঘাত

৪৭. গাড়ির টায়ার ও রাস্তার মধ্যবর্তী কিসের জন্য গাড়ি চালানো সম্ভব হয়?

ক. ঘর্ষণ খ. বল

গ. ত্বরণ ঘ. ভরবেগ

৪৮. বলের মাত্রা কোনটি?

ক. MLT-1 খ. MLT-2

গ. ML-2T2 ঘ. M-1LT-2

৪৯. ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. আলোক খ. বিদ্যুৎ

গ. তাপ ঘ. যান্ত্রিক

৫০. ইঞ্জিনের গতিশীল যন্ত্রগুলোর ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয়?

ক. পানি খ. গ্লিসারিন

গ. গ্রিজ ঘ. বালি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.ঘ ৪২.গ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.ক ৪৮.খ ৪৯.গ ৫০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *