খেলাধুলা

সিটিকে ট্রাইবেকারে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তুললো আর্সেনাল

এফএ কমিউনিটি শিল্ড কাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করল আর্সেনাল। এর ম্যাচে নির্ধারিত সময়ের ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছিলো ম্যাচটি।

স্টপেজ টাইমের ১১তম মিনিটে লিনড্রো ট্রোসার্ডের ডিফ্লেকটেড শটে ম্যাচে সমতায় ফিরে মিকেল আর্তেতার দল। এর আগে ৭৭ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে কোল পালমার দুর্দান্ত কার্লিং শটে সিটিকে এগিয়ে দিয়েছিল।

টাইব্রেকারে সিটির প্রথম স্পট কিক থেকে ডি ব্রুইনার শট বারে লাগে। দ্বিতীয় শটে বার্নার্ডো সিলভা সিটির হয়ে গোল করলেও রড্রির শট আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল রুখে দেন। আর্সেনালের হয়ে চারটি শটেই সফল ছিলেন মার্টিন ওডেগার্ড, ট্রোসার্ড, বুকায়ো সাকা ও ফ্যাবিও ভিয়েরা।

সাধারণত এই ধরনের হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে যা দেখা যার তার থেকে আর্সেনালের চাওয়া উৎসবটা অনেক বেশী উন্মত্ত ছিল। ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের আনন্দ থেকে আর্সেনাল এই সিটির কাছেই বঞ্চিত হয়েছিল। তারই একটা প্রতিশোধ হিসেবে অনেকেই দেখছে কালকের শিরোপাটি। যদিও লিগের সাথে এই ট্রফির কোন তুলনাই হয়না।

ম্যাচ শেষে গানার্স বস আর্তেতা বলেছেন, ‘এটা সত্যিই দারুণ এক অনুভূতি। বিশ্বের সেরা একটি দলের বিরুদ্ধে ওয়েম্বলিতে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বড় কিছু আর হতে পারেনা। আমরা এখানে ক্লাবের হয়ে শিরোপা জিততে এসেছি। সমর্থকরাও দারুণ খুশি হয়েছে।’

এদিকে সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, ‘আমরা সত্যিই হতাশ। আজকে আমরা সবাই জিততে চেয়েছিলাম। ম্যানচেস্টার সিটি একটি ভাল দল। কিন্তু কখনো কখনো তাদেরও হারতে হয়। দিনের শেষে আমরা ভাল কিছু নিয়ে মাঠ থেকে বের হতে পারিনি। তাদের পেনাল্টি শ্যুটাররা আমাদের তুলনায় ভাল ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *