৭০ কোটি টাকায় বিক্রি নাগা-শোভিতার বিয়ের স্বত্ব

November 28, 2024
By Sub Editor

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন।

 

আগামী ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা ঢুলিপালার। আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তারা। এরই মাঝে খবর চাউর হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে বিয়ের ভিডিও বিক্রি করে দিয়েছেন নাগা-শোভিতা। ৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি ৯৪ লাখ টাকার বেশি) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। এ নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমও খবর প্রকাশ করেছে। কিন্তু সত্যি কি বিয়ের ভিডিও বিক্রি করেছেন নাগা-শোভিতা?

এ বিষয়ে কথা বলতে পিঙ্কভিলা যোগাযোগ করে নাগা-শোভিতার ঘনিষ্ঠ একজনের সঙ্গে। সূত্রটি বলেন, “এই খবর পুরোপুরি মিথ্যা। তাদের বিয়ের ভিডিও বিক্রির খবরটি অনুমান নির্ভর। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন নাগা চৈতন্য ও শোভিতা। এতে দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন। আনন্দের এই বিয়ের উৎসব ব্যক্তিগত ও গোপন রেখে আক্কিনেনি পরিবারের উত্তরাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।”

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP