সর্বশেষঃ মধ্যবিত্তদের জন্য কম বাজেটের ফ্ল্যাগশিপ ফোন আনলো স্যামসাং
সর্বশেষঃ সম্পর্কে থাকা অবস্থায় সঙ্গীর চিটিং — ধরবেন যেভাবে
সর্বশেষঃ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
সর্বশেষঃ ইন্দোনেশিয়ায় স্কুল ধ্বসে মৃতের সংখ্যা ৫৪
সর্বশেষঃ আমাকে মেরে রিয়াকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি— হিরো আলম
সর্বশেষঃ কেন ১২ টি বিয়ে করতে চান পরীমনি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন। কারণ নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে তাকে নিয়ে নানা গুঞ্জন উড়লেও তা গায়ে মাখেন না।
ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে করেছেন পরীমণি। তবে কোনো সংসারই টিকেনি। এই প্রেম, বিয়েবিচ্ছেদ নিয়ে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমণি হাসতে হাসতে বলেন, “ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।”
এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমণি বলেন, “না।” কারো সঙ্গে সম্পর্কে আছ—জানতে চাইলে পরীমণি বলেন, “জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।” পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সঞ্চালক বলেন, কেন করবে না? জবাবে পরীমণি বলেন, “আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।”
মোট কতবার বিয়ে করেছ—এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, “একবার।” সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? উত্তরে পরীমণি বলেন, “জানি না। ওরা মনে হয় সৎস্বামী (হা হা); যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”
কয়েক বছর আগে শরীফুল রাজের সঙ্গে পরীমণির বিবাহবিচ্ছেদ হয়েছে। এ সংসারে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কি না? এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।”
গুঞ্জন রয়েছে অভিনয় পা রাখার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইল মারা যান। ইসমাইলের সঙ্গে পরীমণির ছবিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। এ বিষয়ে পরীমণির কাছে প্রশ্ন রাখা হয়। জানতে চান—ইসমাইল তার স্বামী ছিলেন কি না? জবাবে পরীমণি বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”
এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমণি বলেন, “আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।”
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP