সুইমিংপুলে ডুবে মৃত্যু, হত্যা মামলায় গ্রেপ্তার জুবিন গার্গের ভাই

October 08, 2025
By Sub Editor

সিঙ্গাপুরে ভারতীয় গায়ক জুবিন গর্গের রহস্যময় মৃত্যুতে এবার গ্রেফতার গায়কের চাচাতো ভাই এবং আসাম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গর্গ। আজ বুধবার (৮ অক্টোবর) ভারতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ কর্মকর্তা সন্দীপন গর্গের বিরুদ্ধে অভিযোগ গায়কের মৃত্যুর সময় তার সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। ভাইয়ের মর্মান্তিক মৃত্যু থেকে বাঁচাতে কোনো দায়িত্ব পালন করতেই দেখা যায়নি তাকে।

 
সন্দীপন গর্গকে গ্রেফতার প্রসঙ্গে এসআইটি প্রধান তথা স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন,
জানা যায়, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একাধিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক বক্তব্যের কারণে সন্দীপনকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (৮ অক্টোবর) তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।
 
এদিকে জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এবং তার বোন পামে বরঠাকুর তদন্ত কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন সিঙ্গাপুরে গায়কের মৃত্যুর কারণ। তারা মৃত গায়কের ন্যায়বিচার দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়।
 
গত ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান জুবিন গর্গ। তার মৃত্যুর কারণ হিসেবে প্রথমে জানানো হয় সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। তবে সময় গড়ানোর সাথে সাথে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য। যা ইঙ্গিত দিচ্ছে, গায়কের মৃত্যু দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
জুবিনের রহস্যময় মৃত্য মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আসামের পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, গায়কের ব্যান্ডের সহশিল্পী শেখর জ্যোতি গোস্বামী, সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত এবং সর্বশেষ গায়কের চাচাতো ভাই সন্দীপন গর্গ।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP