মিশর ভ্রমণ করে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

December 03, 2024
By Md. Rakib Hasan

সম্প্রতি বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীরর অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হয়েছে। যেখানে ‘প্রিয় মালতী’ সিনেমার পুরো টিম গিয়েছিল। তবে এই উৎসবে যোগ দিয়ে ছোটবেলা থেকে লালিত স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মিশর ভ্রমণের সেই অভিজ্ঞতাই ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন মেহজাবীন। ছবি শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। যাদুঘরটিতে এমন কিছু ছিল যা আমি অধীর আগ্রহে দেখছিলাম। কয়েক বছর পরে অবশেষে মমি দেখতে পেয়েছি।’

মিশরের ইতিহাস সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যদিও দর্শকদের মমিগুলোর ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, মিশরের অবিশ্বাস্য ইতিহাস দেখার অভিজ্ঞতা আমার মনে প্রাণবন্ত হয়ে থাকবে। এর বাইরে মিশরের আরও অনেক কিছু দেখেছি। মিশর সত্যিই জাদুকরী দেশ।’

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিশর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিশরে যাওয়ার।’

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক 'তুমি থাকো সিন্ধু পাড়ে'র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

- যুগান্তর অনলাইন

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP