সর্বশেষঃ আইফোন ১৭ হবে সবচেয়ে হালকা আইফোন
সর্বশেষঃ যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্সের সুযোগ
সর্বশেষঃ ট্রাম্প-পুতিনের বৈঠক হবে সৌদি আরবে
সর্বশেষঃ ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে সরকারি পলিটেকনিকে
সর্বশেষঃ এখনও হাতে পায়নি সব বই, শিক্ষার্থীদের পড়ালেখায় অনীহা
সর্বশেষঃ ২০ বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্টিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ২০০৭ সালে বিনোদন জগতে পা রাখেন ফারিয়া শাহরিন। এরপর বিজ্ঞাপনে মডেল হয়ে খ্যাতি লাভ করেছেন। কাজ করেছেন অনেক জনপ্রিয় নাটকে। যার মধ্যে ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ অন্যতম। এই নাটকটিতে তিনি অন্তরা চরিত্রে দর্শকপ্রিয়তা পান। সিনেমাতেও দেখা গেছে মিষ্টি হাসির এই লাস্যময়ী অভিনেত্রীকে।
তবে তার ভক্ত-অনুরাগীদের জন্য মন খারাপের খবর হলো, নাটকের অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত অভিনয় থেকে দূরে থাকার তথ্যটি ফেসবুকে এক স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাসে ফারিয়া জানান, আর নাটকে দেখা যাবে না অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব। ধন্যবাদ।’
দীর্ঘ চার বছর প্রেমের পর গেল বছর মাহফুজ রায়ানকে বিয়ে করেন ফারিয়া। চলতি বছরের প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। মূলত এরপরই মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। এবার আনুষ্ঠানিকভাবে দিলেন অভিনয় থেকে বিরতির ঘোষণা। ধারণা করা হচ্ছে স্বামী, সন্তান ও সংসারে সময় দিতেই শোবিজকে আপাতত গুডবাই বললেন এই লাক্স তারকা।
- JagoNews24.com
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP