সর্বশেষঃ আইফোন ১৭ হবে সবচেয়ে হালকা আইফোন
সর্বশেষঃ যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্সের সুযোগ
সর্বশেষঃ ট্রাম্প-পুতিনের বৈঠক হবে সৌদি আরবে
সর্বশেষঃ ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে সরকারি পলিটেকনিকে
সর্বশেষঃ এখনও হাতে পায়নি সব বই, শিক্ষার্থীদের পড়ালেখায় অনীহা
সর্বশেষঃ ২০ বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্টিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় পেনসিলের পরিবর্তে কলম ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) থেকে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। এটি একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
এর আগে, পরীক্ষায় লিসেনিং ও রিডিং অংশে বাধ্যতামূলকভাবে পেনসিল ব্যবহার করতে হতো, আর রাইটিং অংশে পরীক্ষার্থীরা পেনসিল বা কলম যেকোনোটি ব্যবহার করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে লিসেনিং, রিডিং ও রাইটিং—তিনটি অংশেই শুধুমাত্র কলম ব্যবহারের অনুমতি থাকবে, পেনসিল ব্যবহার করা যাবে না।
এছাড়া, পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু আনতে পারবেন না। পরীক্ষার জন্য প্রয়োজনীয় কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।
নতুন এ নিয়মে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এতদিন পেনসিল ব্যবহারের পর এখন কলমের ব্যবহার নিয়ে অনেকেই ভয়ে ছিলেন। তাদের মতে, পেনসিল ব্যবহারের সুবিধা ছিল ভুল হলে সহজেই মুছে ফেলা যেত। কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে ভুল হলে সেটি কাটতে হবে, যা কাগজে অগোছালো পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে রাইটিং অংশে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে কলম দিয়ে প্রথমবার আইইএলটিএস পরীক্ষা নিয়ে প্রার্থীদের মনে যে ভয়টা ছিল, বাস্তবে তাদের তেমন সমস্যা হয়নি। মশিউর রহমান নামে এক পরীক্ষার্থী বলেন, ‘কলমের ব্যবহারের সুবিধা হলো, দ্রুত লেখা যায়। কিন্তু রাবার দিয়ে মুছে ফেলার সুযোগ না থাকায় আমি একটি ভুল উত্তর কেটে নতুন করে লিখতে গিয়ে জায়গার সমস্যায় পড়েছিলাম।’
আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, ‘গত শনিবার সারা দেশে কলম দিয়ে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটাই ছিল প্রথম আইইএলটিএস টেস্ট সেশন, যেখানে কলম ব্যবহার করা হয়। অনেকের অনেক মতামত, বৈচিত্র্যময় ভয় ও বাধা ছিল। সব বিভ্রান্তি বা ভয় কাটিয়ে পরীক্ষাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কলমের ধরন সম্পর্কে মানুষের বিভিন্ন মতামত রয়েছে, এটা থাকা খুবই স্বাভাবিক। কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় কোনো সমস্যায় পড়েননি। পরীক্ষায় আর পেনসিল ব্যবহার হবে না। এখন থেকে কলমই ব্যবহার করা হবে। পরীক্ষাকেন্দ্রে কলম সরবরাহ করা হবে।’
আইইএলটিএসের শিক্ষক ও পেট্রোনাস এডুকেশনের পরিচালক মোস্তাকিম শুভ বলেন, ‘কলম দিয়ে প্রথমবার আইইএলটিএস পরীক্ষা নিয়ে প্রার্থীদের মনে যে ভয়টা ছিল, বাস্তবে তাঁদের তেমন সমস্যা হয়নি। কিন্তু পরীক্ষার্থীদের লিসেনিং ও রিডিংয়ের উত্তর ট্রান্সফার করার সময় একটু বেশি সতর্ক থাকতে হয়েছে। আগে যেমন পেনসিল দিয়ে লেখার ফলে রাবার দিয়ে মুছে ফেলার সুযোগ ছিল, এখন সে সুযোগ না থাকায় বেশি সতর্ক থাকতে হয়েছে, যেন ভুল না হয়। তবে দু–একজন ভুল উত্তর দিয়ে সেটা কেটে নতুন করে লেখার জন্য বেশি জায়গা পাননি।’
ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, ‘বাজারে বিভিন্ন ধরনের কলম পাওয়া যায়। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা তাদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত বলপয়েন্ট ও জেল দুই ধরনের কলম সরবরাহ করেছি। এ ছাড়া কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য পর্যাপ্ত ব্যাকআপের ব্যবস্থা ছিল, তবে কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে সব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের প্রতি আমাদের পরামর্শ হলো, প্রস্তুতির সময় বাজারের সাধারণ কলমগুলো ব্যবহার করা।’
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP