যমুনা সেতু অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

August 14, 2025
By Sub Editor

সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর টোল প্লাজা সংযোগস্থল অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা টোল প্লাজার সংযোগস্থলে ব্যারিকেড দিলে দেশের ব্যস্ততম এ সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘টোল প্লাজার সংযোগস্থলে ব্যারিকেড দেওয়ায় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকে আছে।’

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে।

প্রতিদিন প্রায় ২০–২২ হাজার যানবাহন যমুনা সেতু ব্যবহার করে ঢাকার সঙ্গে ২২টি জেলার, এর মধ্যে ১৬টি উত্তরাঞ্চলের জেলার, সড়ক যোগাযোগ রক্ষা করে থাকে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP