প্রতি বছর ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য

August 19, 2025
By Sub Editor

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১০ লাখ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেন। তাদের ৪০ শতাংশ পুরোপুরি বেকার থাকেন। এ পরিসংখ্যান তুলে ধরে শিক্ষার্থীদের মধ্য থেকে বছরে ৫০ হাজার গ্র্যাজুয়েটকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্বদ্যিালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে বৈশ্বিক শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। আমরা বছরে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে চাই। এ লক্ষ্য পূরণে আমরা শিগগির কাজ শুরু করবো।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

তিনি বলেন, শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলো। ‘কোটা না মেধা’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করলো। কিন্তু তাদের ন্যায্য দাবি বিগত আওয়ামী লীগ সরকার মেনে নিলো না। উল্টো তাদের অধিকার ভূলুণ্ঠিত করা হলো, যার পরিণতি হয়েছে ভয়াবহ। নতুন বাংলাদেশ অর্জিত হলো ছাত্রদের রক্তে, সাধারণ জনতার রক্তে। এজন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে সম্মানের চোখে দেখতে হবে। তাদের হাতেই নিরাপদ থাকবে নতুন বাংলাদেশ। এ ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP