কবে বিয়ে করতে যাচ্ছেন তামান্না-বিজয়

November 25, 2024
By Sub Editor

বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। বলিউডে ইতোমধ্যেই ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছে এই জুটি। এবার পরিণয়ের পালা।

২০২৫ সালেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটি। এরইমধ্যে সকল প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না-বিজয়।

 

বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা তাদের। বিয়ের পর সেই আবাসনেই একসঙ্গে থাকবেন এ তারকা জুটি। ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে তারকা জুটির একটি ঘনিষ্ঠজনেরা। 

যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন তামান্না ও বিজয়। তবে সম্পর্ক নিয়ে  রাখঢাক কোনো দিনই করেননি তারা। রেস্তোরা থেকে ফিল্মি পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়।  ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা দেন। তাদের রসায়নেও মুগ্ধ নেটপাড়া।

এর আগে ২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেমসম্পর্কের খবর। এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। 

তবে ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে তিনি সুখে আছেন। কাজের ক্ষেত্রেও তারা পরস্পরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামান্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় ধরা পড়েছিল।

কীভাবে বিয়ের প্ল্যানিং করেছেন তারা? সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং দেশের মধ্যে সাধারণ আয়োজনে বিয়ে করার পরিকল্পনা এই জুটির। 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP