সর্বশেষঃ আইফোন ১৭ হবে সবচেয়ে হালকা আইফোন
সর্বশেষঃ যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্সের সুযোগ
সর্বশেষঃ ট্রাম্প-পুতিনের বৈঠক হবে সৌদি আরবে
সর্বশেষঃ ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে সরকারি পলিটেকনিকে
সর্বশেষঃ এখনও হাতে পায়নি সব বই, শিক্ষার্থীদের পড়ালেখায় অনীহা
সর্বশেষঃ ২০ বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্টিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
রাজধানীর মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মুনতাহা। প্রতিদিনই স্কুলে যায় সে। কিন্তু এক-দুটির বেশি ক্লাস হয় না। নতুন বছরে এখন পর্যন্ত পেয়েছে মাত্র দুটি বই। অথচ অষ্টম শ্রেণিতে এবার বইয়ের সংখ্যা ১৪টি। এখনো ১২টি বই হাতে পায়নি মুনতাহা ও তার সহপাঠীরা।
মুনতাহা রোববার (২ ফেব্রুয়ারি) সকালে একটি অনলাইন নিউজ পোর্টালকে বলে, ‘২৩ জানুয়ারি আমাদের দুটি করে বই দিয়েছে। বাংলা ও ইংরেজি। এখনো গণিত বই পাইনি। বিজ্ঞানও দেয়নি। স্যারেরা গণিত ও বিজ্ঞানের পুরোনো বই কিনে নিতে বলেছেন। ওগুলো তো কঠিন…পড়তে দেরি হলে শেষ করতে পারবো না।’
একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাঁচটি এবং সপ্তমের শিক্ষার্থীরা তিনটি করে বই পেয়েছে। তাদেরও এখনো কারও আটটি, কারও ১০টি বই পাওয়া বাকি। বইগুলো কবে তারা হাতে পাবে, তা জানেন না শিক্ষকরাও।
শুধু মহাখালী মডেল হাই স্কুল নয়, ভিকারুননিসা নূন, মতিঝিল আইডিয়াল, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়সহ রাজধানীর নামি প্রতিষ্ঠানের প্রাথমিকের দুটি এবং মাধ্যমিকের চারটি শ্রেণির শিক্ষার্থীরাও অর্ধেক বই পায়নি। ফলে রুটিন মেনে হচ্ছে না ক্লাস। বাড়িতেও পড়ালেখা করতে পারছে না শিক্ষার্থীরা। সবমিলিয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস শেষে ঢিমেতালে চলছে পড়াশোনা।
শিক্ষকরা বলছেন, বই না পাওয়ায় ক্লাসে শিক্ষার্থীদের আনা যাচ্ছে না। যারা আসছে, তারাও অমনোযোগী থাকছে। বাড়িতেও তাদের পড়ার কিছু নেই। এভাবে চলতে থাকলে বড় ধরনের শিখন ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উঠবে শিক্ষার্থীরা, যা তাদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদে ক্ষতি করবে।
শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া নিয়ে সরকারের এমন খামখেয়ালিপনায় ক্ষুব্ধ অভিভাবকরা। কেউ কেউ বই কিনে সন্তানের হাতে দিতে পারলেও বেশিরভাগেরই সে সামর্থ্য নেই। তারা বলছেন, অন্তর্বর্তী সরকার শিক্ষাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না। অথচ স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে জীবন দিয়ে তাদের সরকারে বসিয়েছে। তাদের কল্যাণে সরকারের নজর দেওয়া উচিত।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP