ফোনে কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও শান্তি নেই। নানান রকম বিজ্ঞাপনী মেসেজ ভিডিও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সংস্থা ফোনে তাদের প্রোমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। একে বলে বাল্ক এসএমএস। অর্থাৎ টেলিফোন প্রোভাইডরকে টাকা দিয়ে মোবাইল ব্যবহারকারীদের কাছে নিজেদের পণ্যর প্রচার করা।
ব্যবহারকারীরা চাইলে এ ধরনের এসএমএস বন্ধ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
>> প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যান।
>> সেখান থেকে গুগলে যান।
>> এখানে ঢোকার পরে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে।
>> এবার পাবেন ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন, সেটি অন করে দিন।
>> এবার ‘ইওর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনটি রিসেট করে নিন।
>> রিসেট করার পরে ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এতে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি মিলবে।
এছাড়া ফোনের ব্রাউজার থেকে এ ধরনের বিজ্ঞাপন বন্ধ করা যায়। এজন্য-
>> প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকতে হবে।
>> এরপর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে ঢুকবেন। সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।
>> সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে।
>> সেখানে ঢোকার পরে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’ থাকলে অফ করে দিতে হবে।
>> উপরে ডান পাশে থ্রি ডটের মেন্যুটিতে ক্লিক করে চলে যান সেটিংসে।
>> সেখানে যাওয়ার পরে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে।
>> এটিতে ঢোকার পরে ‘কুকিজ’-এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই অ্যাড আসা বন্ধ হবে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP