শিশুদের জন্য ব্যবহারযোগ্য ফিচার নিয়ে এলো ইন্সটাগ্রাম

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অপ্রাপ্ত বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে প্ল্যাটফর্মটি নতুন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে। 

সম্প্রতি টেক জায়ান্টটি ভারতে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট আনার ঘোষণা দিয়েছে। এই অ্যাড-অন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদেরও আশ্বস্ত করবে তাদের সন্তানরা নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে। এই ফিচার ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।

ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টের সুবিধা

 

ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার জন্য কিছু সুবিধা দেবে। যা বাবা-মায়ের অনুমোদনের প্রয়োজন এমন সেটিংস পরিবর্তন করতে বাধা দেবে। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলোর জন্য ইনস্টাগ্রাম কেবল তাদের অনুসরণ করা বা ইতিপূর্বে ফলো করা ব্যবহারকারীদের কাছ থেকে মেসেজ গ্রহণ করবে।

কিশোর অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সতর্ক করা হবে। অপ্রাপ্ত বয়সীরা এখন অ্যাপে ৬০ মিনিট ব্যয় করার পরে একটি নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশন প্রতিদিন টিন অ্যাকাউন্টগুলোতে পাঠানো হবে। অতিরিক্তভাবে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কিশোর অ্যাকাউন্টগুলোর জন্য স্লিপ মোড এনাবল করা যাবে।

অভিভাবকরা নজরদারি করতে পারবেন

টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যদি কোনো কিশোর তাদের অ্যাকাউন্টের কোনো সেটিংস পরিবর্তন করতে চায় তবে তাদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য অভিভাবকদের সুপারভিশন নামে একটি বিশেষ টুল দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ করছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP