যেসব ভুলের কারণে নষ্ট হতে পারে আপনার হাতের মোবাইলটি

কোনো না কোনো কাজে সারাক্ষণই স্মার্টফোন ব্যবহার করছেন। আজকাল সঙ্গে মানিব্যাগ না থাকলেও চলে, তবে ফোনটি থাকা চাই। সঙ্গে ফোন থাকলে টাকারও সমস্যা নেই। যে কোনো জায়গায় অনলাইন পেমেন্ট করতে পারছেন কিংবা টাকা বের করে বিল মেটাতে পারছেন।

এছাড়া বিনোদন বা অবসর কাটাতে একটি স্মার্টফোনই যথেষ্ট। তবে ব্যবহারের কিছু ভুলে আপনার ফোনটির আয়ু দ্রুত কমতে পারে। ফলে দ্রুতই ফোনটি নষ্ট হয়ে যেতে পারে। চলুন সেসব জেনে নেওয়া যাক-

>> ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে ফোনের ব্যাটারির ওপরে খারাপ প্রভাব পড়ে। তাই চেষ্টা করুন সবসময় আসল চার্জারটি ব্যবহার করতে।

>> ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার।

>> ফোনের কভার ব্যবহার করা খুবই উপকারী। ফোন ভুল করে আপনার হাত থেকে পড়ে গেলেও কভারের কারণে ফোনের ক্ষতি হবে না।

>> সময়মতো ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন। আপডেট না করলে অনেক সময় বেশ কিছু বাগস ঢুকে যায়।

>> সবচেয়ে বেশি সমস্যা করে ফোন পানিতে ভিজলে। আন্ডারওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কি না তা দেখে নিতে হবে আগে। তবে বেশিক্ষণ পানিতে রাখলে ফোনে সমস্যা বাড়তে পারে। তাই যতই আপনার ফোন ওয়াটারপ্রুফ হোক চেষ্টা করুন ফোনটি না ভেজাতে। এতে দীর্ঘদিন ফোন ব্যবহার করতে পারবেন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP