সর্বশেষঃ ৫ আগস্ট চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে :বাঁধন
সর্বশেষঃ বুক চিরে দেখাত পারতাম কতো ভালোবাসা আছে শুভশ্রীকে দেব
সর্বশেষঃ গাজা সম্পূর্ণ ভাবে দখলের পরিকল্পনা নেতানিয়াহুর
সর্বশেষঃ রাতে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
সর্বশেষঃ গ্যাস বেলুন বিস্ফোরণে মানিক মিয়া এভিনিউতে আহত ৬
সর্বশেষঃ ৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা
শিক্ষার্থীসহ অন্য যাঁরা যুক্তরাষ্ট্রে যাবেন, তাঁদের এখন থেকে নতুন একটি ফি দিতে হবে। এই ফির নাম ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে সদ্য পাস হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ অনুযায়ী নতুন এই ফি চালু করা হয়েছে। সব নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী ব্যক্তিদের অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে যেমন ঘোরাঘুরি, পড়াশোনা করতে বা কাজ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এই নতুন ফি তাঁদের দিতে হবে।
দেশটির গণমাধ্যম সিএনবিসির খবরে আরও বলা হয়েছে, নতুন এই ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ মওকুফের কোনো সুযোগ নেই। সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি চাইলে নতুন আরোপ করা ফি আরও বাড়াতে পারবে। ভবিষ্যতে এটি দেশটির মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে বাড়ানো হবে। এই অর্থবছরের (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই ফি অর্থাৎ ২৫০ ডলার দিতে হবে ভিসার সঙ্গে। এই ফি দিতে হবে ভিসা ইস্যু হওয়ার সময়। যাঁদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে, তাঁদের এই ফি দিতে হবে না। ভিসা ফি বাদে এটি অতিরিক্ত ফি হিসেবে দিতে হবে।
দেশটির হিউস্টনভিত্তিক ইমিগ্রেশন আইন ফার্ম রেডি নিউম্যান ব্রাউন পিসির অংশীদার স্টিভেন এ ব্রাউন বলেন, এইচ-ওয়ানবি কাজের ভিসার জন্য আগে ২০৫ ডলার দিতে হতো। এখন এই ফি চালু হলে মোট দিতে হতে পারে ৪৫৫ ডলার। নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এক লেখায় তিনি এ কথা বলেন। স্টিভেন এ ব্রাউন মনে করেন, নতুন এই ফি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বি–ভিসাধারী ব্যক্তিদের ওপর, যাঁরা ঘোরাঘুরি, ব্যবসায়িক উদ্দেশ্যে এবং শিক্ষার্থী হিসেবে দেশটি ভ্রমণ করছেন।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP