ডিলিট কিংবা ব্যানড হওয়া টিকটক আইডি ফেরত পাবেন যেভাবে

অনেকের কাছেই টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করতে বিরক্ত লাগে। আবার কেউ চাচ্ছেন তার ডিলিট করা অ্যাকাউন্টটি ফেরত আনতে। উভয় সুবিধাই রয়েছে। যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করেন টিকটক অ্যাকাউন্ট আর ব্যবহার করবেন না সেক্ষেত্রে খুব সহজেই তা ডিলিট করতে দিতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইফোন থেকে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করা খুবই সহজ।  

দেখে নিন ডিলিট করার প্রক্রিয়া- 

১. টিকটক অ্যাপ ওপেন করে প্রোফাইলে প্রবেশ করুন। 
২. ডান পাশে থাকা থ্রি ডট লাইনে ট্যাপ করুন। 
৩. এরপর Settings and privacy আসলে Manage account অপশন থেকে 
৪. Delete account এ প্রবেশ করুন।
৫. টিকটক থেকে লিভ নেওয়ার কারণ জানতে চাওয়া হবে। চাইলে আপনি লিস্টে থাকা কারণ উল্লেখ করতে পারেন। আবার যদি কারণ উল্লেখ করতে না চান তাহলে রয়েছে স্কিপ করার সুযোগ। 
৬. অ্যাকাউন্ট ডিলিট করার আগে ডেটা ডাউনলোড করারও সুযোগ দেওয়া হবে। চাইলে আপনি ডেটা ডাউনলোড করে রাখতে পারেন। এরপরই acknowledgment বাটনে ট্যাপ করে অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। 
৭. অ্যাকাউন্ট ডিলিট করার পর চাইলে ৩০ দিনের মধ্যে তা আবার ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু ৩০ দিনের মধ্যে না ফিরিয়ে আনলে তা সম্পূর্ণ রূপে ডিলিট করে ফেলতে অ্যাপ কর্তৃপক্ষ। তখন চাইলেও আর অ্যাকাউন্ট ফেরাতে পারবেন না। 

 

৮. ডিলিট করা অ্যাকাউন্ট ফেরানোর জন্য “Reactivate” বাটনে ক্লিক করে cancel the deletion process ট্যাপ করুন। 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP