ডিপসিকের ব্যবহার নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শে সরকারি সব ধরনের ডিভাইসে ডিপসিক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। প্রাইভেসি ও ম্যালওয়্যারের ঝুঁকির কথা উল্লেখ করে দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত মাসে চীনের এআই কোম্পানি ডিপসিকের চ্যাটবোট বাজারে আসার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। বিপাকে পড়ে মার্কিন এআই কোম্পানিগুলো।

তবে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ফ্রান্সসহ অনেক দেশ অ্যাপ্লিকেশনটির সুরক্ষা ও ডেটা প্রাকটিস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

এমন পরিস্থিতিতে চীনের এই চ্যাটবোটকে সরকারি ডিভাইসে নিসিদ্ধ করলো অস্ট্রেলিয়া। চীনের এআইটির বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিলো দেশটি।

অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা দূত অ্যান্ড্রু চার্লটন বলেছেন, নিরাপত্তা সংস্থার পরামর্শে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিকের দ্রুত উত্থানকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য ‘সতর্ক সংকেত’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডিপসিকের দাবি, তাদের আর১ মডেলটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে তৈরি হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের এআই শিল্পের ভবিষ্যৎ ও মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ কৌশল নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP