আন্তর্জাতিক

সৌদি আরবে সাড়ে ১০ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার

সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসবাস ও কাজের অনুমতি না থাকাসহ অবৈধভাবে প্রবেশ করায় এসব অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।

দেশটির একটি সরকারি প্রতিবেদনে জানানো হয়, ২০ থেকে ২৬ এপ্রিল সময়ের মধ্যে ১০ হাজার ৬০৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বসবাসের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন ও কাজের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জন গ্রেফতার হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হন ১ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ৭৪ ভাগ ইথিওপীয় ও ২৫ ভাগ ইয়েমেনি। ১ শতাংশ বিশ্বের অন্যান্য দেশের নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *