আন্তর্জাতিক

রুশ দূতাবাসের স্কুল দখল করলো পোল্যান্ড

পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত রুশ দূতাবাসের একটি স্কুল অবৈধভাবে দখল করা হয়েছে জানিয়ে পাল্টা জবাব হিসেবে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তাছাড়া, এ ঘটনাকে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লংঘন হিসেবেও অভিহিত করেছে ক্রেমলিন।

এর আগে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম টিভিপি ইনফো শনিবার (২৯ এপ্রিল) সকালে ওয়ারশর কিলিস্কা স্ট্রিটে অবস্থিত রুশ দূতাবাসের ওই স্কুলের বাইরে পুলিশের উপস্থিতির খবর জানিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রুশ দূতাবাসের স্কুলটি যে ভবনে অবস্থিত, সেটি পোল্যান্ডের আওতাভুক্ত।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোল্যান্ড কর্তৃপক্ষ হঠাৎ করেই স্কুলটি দখলের জন্য হাজির হয়। আমরা পোল্যান্ড সরকারের এমন কাণ্ডকে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশের সুস্পষ্ট লংঘন ও পোল্যান্ডে রুশ দূতাবাসের সম্পত্তি জবরদখল হিসেবেই দেখছি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, এ ধরনের উদ্ধত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড অবশ্যই মোক্ষম প্রতিক্রিয়া পাবে। পোল্যান্ড কর্তৃপক্ষকে এ সিদ্ধান্তের জন্য চরম মূল্য দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *