সর্বশেষঃ সিরিয়ার সেনা সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল
সর্বশেষঃ প্রস্রাবের রং দেখে বুঝতে পারবেন শরীর কোন রোগে আক্রান্ত
সর্বশেষঃ মা হলেন অভিনেত্রী কিয়ারা আদ্ভানি
সর্বশেষঃ ব্যাভিচার ও মানহানির মামলায় নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার
সর্বশেষঃ পিএসসি সংস্কারে ১১ দফা দাবি নিয়ে চাকরীপ্রত্যাশীদের বিক্ষোভ
সর্বশেষঃ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গণগত শিক্ষার বিস্তারে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের প্রধান কার্যালয়ে এ স্মারকে সই অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে ও বেকারত্ব দূর করতে সিলেবাস আধুনিকায়ন বিশেষ প্রয়োজন। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার ও অন্যান্য শিক্ষা ক্ষেত্রে ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করবে।
প্রস্তাবিত পার্টনারশিপ ওয়ার্কপ্ল্যান অনুযায়ী ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিছু সহযোগিতা দেবে। সেগুলো হলো- ফিজিবিলিটি স্টাডি বা গ্র্যাজুয়েটদের জন্য দেশের ও দেশের বাইরে কর্মক্ষেত্রে কী ধরনের চাহিদা রয়েছে, তা নিরূপণ করা; আইসিটি সহযোগিতা, সফট স্কিল ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সহায়তা; যুগোপযোগী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহযোগিতা; শিক্ষার্থীদের মানসিক প্রেরণা দেওয়া ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক ক্যাম্পেইন করা; মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট বা শিল্প ও চাকরির ক্ষেত্রে বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP