সর্বশেষঃ ইউটিউবে দেখা যাবে ব্যাচেের পয়েন্ট সিজন-৫
সর্বশেষঃ উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে থাকতে হবে যেই ১০টি স্কিল
সর্বশেষঃ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত, কমেছে পাস ও জিপিএ-৫ এর পরিমাণ
সর্বশেষঃ আপনার অগোচরে মোবাইল থেকে ছবি চুরি করছে যে অ্যাপ
সর্বশেষঃ প্রেমে ব্যর্থ বা প্রতারণার শিকার হলে নিজেকে সামলাবেন যেভাবে
এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোতে ফুলিয়ে-ফাঁপিয়ে ফলাফল তৈরি ও দেখানোর অবস্থা থেকে বেরিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হয়েছে। অতীতের মতো ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়ার অবস্থা থেকে বেরিয়ে এসেছি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের একদিন আগে বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, গত ১৬ বছরে যে সরকার ছিল, তাদের আমলে সরকারের সাফল্য দেখানোর জন্য ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়িয়ে ফুলিয়া-ফাঁপিয়ে ফলাফল প্রকাশ করা হতো। এমনকি সে ফলাফল প্রকাশ নিয়ে এক ধরনের ফটোসেশনের আয়োজন ছিল রাষ্ট্রপ্রধানের। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফলের বই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যেতেন এবং প্রধানমন্ত্রী তখন তাদের নিয়ে ফটোসেশন করে রেজাল্ট প্রকাশ করতেন। আমাদের অন্তর্বর্তী সরকার এটাকে বাহুল্য মনে করছে। এটা থেকে সরে এসে শিক্ষার্থীদের পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, এবার ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকছে না। অর্থাৎ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজেরাই তাদের কার্যালয় থেকে শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। শিক্ষার্থীরা ঘরে বসে তাদের ফল পাবেন।
তিনি বলেন, ফুলিয়ে-ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশের কারণে অতীতে ছাত্র-ছাত্রীদের প্রকৃত মূল্যায়ন না হওয়ায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। পরীক্ষায় পাসের হার বাড়ানোর পাশাপাশি জিপিএ-৫ এর সংখ্যাও বেশি পরিমাণে দেখানো হয়েছে। আমরা এবার জিপিএ-৫ নয়, প্রকৃত মেধার মূল্যায়ন দেখতে যাচ্ছি। বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে তারা তাদের সেই মেধার যথাযথ মূল্যায়ন দেখতে পাবে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
এবার দুই মাসেরও কম সময়ে এসএসসির ফলাফল প্রকাশ করা হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল তিন মাস বা সাড়ে তিন মাস পর প্রকাশ করা হতো। শিক্ষার্থীদের সময়ের প্রতি গুরুত্ব দিয়ে এবার দুই মাসের কম সময়ে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দুইমাস হতে আরও পাঁচ দিন বাকি আছে। বলা যায়, আমরা দুই মাস শেষ হওয়ার আগেই রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছি।
‘দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করায় শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষে দুই মাস বেশি ক্লাস করার সুযোগ পাবে। তাদের শিক্ষাজীবন সমৃদ্ধ হবে’ বলেও উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP