সিরিয়ার সেনা সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল

July 16, 2025
By Sub Editor

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশদ্বারে হামলা চালিয়েছে। এই ঘোষণার কিছু সময় আগেই দামেস্ক শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালাচ্ছে। এই শহরটি প্রধানত ড্রুজ জনগোষ্ঠীর বসবাস এলাকা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি ড্রোনের হামলায় সুয়েইদা শহরে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

এই হামলাগুলো মঙ্গলবার ঘোষিত এক অস্ত্রবিরতির পর ঘটছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েল অতীতেও সিরিয়ার অভ্যন্তরে ইরান-সমর্থিত গোষ্ঠী এবং সিরীয় সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলাগুলো তাদের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করার অংশ হিসেবে চালানো হয়েছে।

তবে এখনো সিরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP